৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর সড়ক পরিবহনের নতুন আইন অবহিত করণে শেরপুরের নকলায় ট্রাফিক পুলিশের মতবিনিময়
১৪, নভেম্বর, ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

সড়ক পরিবহনের নতুন আইন অবহিত করণে শেরপুরের নকলায় ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহন মালিক, চালক ও পরিবহন শ্রমিকসহ সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সাথে ট্রাফিক পুলিশ মতবিনিময় সভা করেছেন। ১৩ নভেম্বর বুধবার বিকেলে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান।

টিআই মো. শাহাবউদ্দিন এর সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ট্রাক-ট্যাং-লড়ি শ্রমিক ইউনিয়ন নকলা শাখার সভাপতি ইন্দ্রজিত ধর সুভাষ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন নকলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার মো. জরিফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শ্যামল সূত্রধর প্রমুখ।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. শাহাবউদ্দিন তাঁর বক্তব্যে সুস্পষ্ট বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত যানবাহনের ডান পাশের দরজা একদম বন্ধ করে দিতে হবে। তাছাড়া সকল ধরনের যানবাহনের সামনে লাগানো এলইডি বাতি উপরের দিকে না দিয়ে বরং নিচের দিকে রাখতে মালিক ও চালকদের অনুরোধ জানান তিনি।

পরে সড়ক পরিবহনের উপর করা নতুন আইন গুলো উপস্থিতিদের পাঠ করে শোনানো শেষে সকলের মাঝে নতুন আইনের প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় টিএসআই মো. নজরুল ইসলাম, এটিএসআই মো. শাহিন মিয়া, বিভিন্ন সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালক, মালিক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।