প্রথম বাংলা - ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর। এর আগেই অনুষ্ঠিত হচ্ছে ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সম্মেলন। পাশাপাশি জেলা ও উপজেলার সম্মেলনও করছে ক্ষমতাসীন দল।
এসব সম্মেলনের মধ্য দিয়ে এখন তৃণমূল আওয়ামী লীগ বেশ উজ্জীবিত। নেতাকর্মীদের এই সক্রিয়তা ধরে রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় আওয়ামী লীগ।
গত ২৪ নভেম্বর যশোরে জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির পর এটাই দলীয় বড় কোনো জনসভা। সেখানে দলীয় প্রধান আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চান।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে বড় একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানেও বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া নভেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। এসব সম্মেলনে সারাদেশ থেকে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয়প্রধানের বক্তব্যে তারা দিকনির্দেশনা পেয়েছেন।
গত কয়েক দিন ধরে দেশের কোথাও না কোথাও আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। কোনো কোনো দিন একাধিক জেলায়ও সম্মেলন হচ্ছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা যোগ দিচ্ছেন।
সম্মেলনের মধ্য দিয়ে কোথাও আসছে নতুন কমিটি। কোথাও আগের কমিটিই বহাল থাকছে। নেতৃত্ব যাই হোক না কেন, এই সম্মেলন তৃণমূল আওয়ামী লীগকে উজ্জীবিত করছে। সম্মেলনস্থলের জনসমাগমই সেটা বলে দেয়। এছাড়া কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে পাওয়া বার্তা আগামী দিনে চলতে সহায়ক হবে বলে মনে করছে আওয়ামী লীগের তৃণমূল।
সৌজন্যে, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল