চীফ রিপোর্টারঃ - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশে মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা-উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে।
বুধবার (৩০ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড সংলগ্ন এলাকায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের সব উপজেলার মধ্যে তেঁতুলিয়ার মেয়েরা খেলাধুলায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা চাই এ খেলা আরও অনেক দূর এগিয়ে যাক। শুধু হ্যান্ডবল ও ফুটবল নয়, অন্যান্য খেলাতেও দেশে নারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার প্রমাণ হচ্ছে কিছু দিন আগের সাফ ফুটবল।
তিনি আরও বলেন, এ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল