৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা শাহজালালে এপিবিএন – ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযান ৭৬ টি স্বর্ণের বার জব্দ
১৪, নভেম্বর, ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘আকাশ প্রদীপে’ পাঁচ ঘণ্টার সমন্বিত অপারেশন চালিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ঢাকা কাস্টমস হাউস । তল্লাশিকালে বিমানের সিটের নিচে অভিনব কৌশলে রাখা ৭৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বুধবার রাতে আবুধাবি থেকে ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় অবতরণ করে। এটি তল্লাশি করে একটি সিটের নিচের পাইপ থেকে প্রথমে ৪৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে আরও ২৮টি বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর মোট ওজন আট কেজি ৮১৬ গ্রাম।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল অনলাইন সংবাদ মাধ্যমে কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর এপিবিএন ও ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ও ঢাকা কাস্টমস হাউজের সমন্বিত অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকে অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত কাস্টমস কমিশনার কাজী তাওহীদা।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।