স্টাফ রিপোর্টার – কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ঢাকা উওর কমিশনারেট এর অধিনে গাজীপুর বিভাগের সার্কেল ১ এর অধিনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিমাসে বিপুল পরিমাণ সরকারি ভ্যাট ফাঁকি দিচ্ছেন।
জানা যায় সার্কেল ১ এর রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান প্রতিমাসে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে পিরুজালী, হোতাপাড়া, শিশিরচালা শ্রীপুর উপজেলায় অবস্থিত রানি ফুড, বিডি যুড টিএস ট্রাসফরমার প্রতিষ্ঠান প্রতিমাসে লাখ, লাখ টাকা সরকারি ভ্যাট ফাঁকি দিচ্ছেন।
আরও জানা যায় সার্কেল ১ এর অধিনে শ্রীপুর ও ভালুকা এলাকায় অবস্থিত বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান প্রতিমাসে বিপুল পরিমাণ সরকারি ভ্যাট ফাঁকি দিচ্ছেন।
যা উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে বেড়িয়ে আসবে ভ্যাট ফাঁকির অনিয়ম।