তথ্য প্রতিদিন - ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। বাংলাদেশের এ বিজয়ে ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি)।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ক্রিকেট দল বাকি ম্যাচগুলো জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সুত্র, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল