১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা নয়াপল্টনের পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে: যুগ্ম কমিশনার বিপ্লব
৭, ডিসেম্বর, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর নয়াপল্টন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

বিকাল তিনটার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর বিকাল ৪টা ৮ মিনিটে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা এখন অ্যাকশন মুডে আছি। কতজন আহত হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

‘আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা অ্যাকশন শেষ হলে বলা যাবে।’

ডিএমপি কমিশনারের নির্দেশ অনুযায়ী জনগণের জান মাল রক্ষার্থে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বিপ্লব।

এর আগে বিকাল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় ৩নকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।

 

 

 

 

সুত্র, dhakatimes.24