৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, শিক্ষা ঐতিহাসিক এডওর্য়াড স্কুল মাঠে চার তলা ভবন নির্মানের সিন্ধান্তে এলাবাসীর ক্ষোভ প্রতিবাদ।
১৪, নভেম্বর, ২০১৯, ১:৪৮ অপরাহ্ণ -

জয়নাল আবেদিনঃ

১৯০৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক এডওর্য়াড ইনস্টিটিউশন একমাত্র খেলার মাঠে শিক্ষা সম্প্রসারন প্রকল্পের ই ই ডি কর্তৃক প্রস্তাবিত চার তলা ভবনের নির্মান কাজ হবে ।
অত্য অঞ্জলের একমাত্র খেলার মাঠটিতে সাবেক জাতীয় দলের ক্রিকেটার ময়মনসিংহের
গর্ব রাম চাঁদ গোয়ালা, হারুন অর রশিদ লিটন, সানোয়ার হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৈকত সহ বহু খেলোয়াড় এই মাঠে খেলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা রাষ্টীয় ভাবে, কোন চাষাবাদ জমি, জলাশয় ভরাট , খেলার মাঠে কোন নির্মান কাজ করা যাবে না ।
স্হানীয় এলাকাবাসী সংবাদ পেয়ে ভবন নির্মানের প্রাথমিক সয়েলটেস্ট করা বন্ধ করেদেন এবং স্হানীয় কাউন্সিলর মো: কামাল খান এলাকার গন্যমান্য ব্যাক্তিদেরকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুল করিমের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং স্কুলের অন্য জায়গাতে চার তলা ভবন নির্মানের পরামর্শদেন ।

এই স্কুলে বর্তমানে প্রাইমারীতে ১৩৯জন সহ মোট ছাত্র/ছাত্রী ৪২৫ জন বলে প্রধান শিক্ষক জানান ।
এলাকাবাসীর প্রশ্ন তিনতলা ভবন থাকতে আরেকটি চারতলা ভবন খেলার মাঠে কেন নির্মান হবে । যেখানে তিনতলা ভবনেই ছাত্র/ছাত্রী নেই ।

এলাকাবাসীর দাবী খেলার মাঠে যেন ভবন নির্মান না হয় । খেলার মাঠে যেন খেলা হয় সেই জন্য সকলেই ময়মনসিংহ জেলা প্রশাসক ও শিক্ষা এডিসির দৃষ্টি আকর্ষন করেন ।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।