১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন।।
৮, ডিসেম্বর, ২০২২, ৪:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক অভিনন্দন বার্তায়, রাষ্ট্রপ্রধান ভারতকে হারানোর জন্য খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।

 

 

 

 

সৌজন্যে, mp news