১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৪হাজার ইয়াবা ও মোটর সাইকেলসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
৯, ডিসেম্বর, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

= রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

 

গ্রেফতারকৃতরা হলো- টিটু ধর ও মোঃ জাহিদ। এসময় তাদের হেফাজত থেকে ৪০০০ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল (যার রেজিঃ চট্ট মেট্টো-ল- ১৬-১২৩৩) উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত মোটর সাইকেল

তিনি বলেন, আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২) বিকাল ০৪.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রমনা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ টিটু ধর ও জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী টেকনাফ ও বান্দরবান এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে নিয়ে এসে রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকায় বিক্রয় করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।