ময়মনসিংহ অফিসঃ ময়মনসিংহে সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে গতকাল সংবর্ধনা প্রদান করেছে ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর মহিলা অাওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাউসার-ই-জান্নাত।
আকুয়া চুকাইতলা এলাকায় অনুষ্ঠিত গতকালের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা।
সংবর্ধিতজন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর উপস্থিতিতে অাবৃত্তিকার সজল কোরায়শীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অারও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের অাহবায়ক শাহীনূর রহমান,জেলা যুবলীগের যুগ্ম- অাহবায়ক শাহ্ শওকত উসমান লিটন,মহানগর মহিলা অাওয়ামী লীগের এড.রাশেদা তাহমিনা প্রীতি,২৮ং ওয়ার্ড কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর অাকন্দ,২৯নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক।সংবর্ধিতজন মেয়র ইকরামুল হক টিটুকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।সংবর্ধিতজন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন,সিটি করপোরেশনের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডেই অামরা সমভাবে উন্নয়ন করব এবং পূর্বতন পৌরসভার বাইরে যে সকল বর্ধিত এরিয়া সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে তন্মধ্যে ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড অন্যতম।তাই এই এলাকার উন্নয়নে অামরা অত্র এলাকার সম্মানিত নাগরিকদের সহযোগিতায় কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে অাগামীদিনে কাঙ্খিত উন্নয়ন করবো।সভাপতির বক্তব্যে ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাউসার-ই-জান্নাত সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং মসিক মেয়র ইকরামুল হক টিটুর নিকট অত্র ওয়ার্ডগুলোর পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধান করে মডেল ওয়ার্ডে রুপান্তরের দাবী জানান। তথ্যপ্রতিদিন