১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি
১৫, ডিসেম্বর, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- আগামীকাল ১৬ই ডিসেম্বর

মহান বিজয় দিবস।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে করবেন।

এ উপলক্ষে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম আজ ১৫ ডিসেম্বর অপরাহ্নে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন।
জানা যায়
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাড়ানো হয়েছে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তৎপরতা।