১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা নিউ ইস্কাটনে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।।
১৬, ডিসেম্বর, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর নিউ ইস্কাটনে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃত মাদক কারবারী হলো- মোঃ সেলিম। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬:১৫টায় হাতিরঝিল থানার নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি হাতিরঝিল থানার নিউ ইস্কাটন রোডস্থ বিক্রমপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সেলিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত সেলিম কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিলো।

গ্রেফতারকৃত সেলিমকে হাতিরঝিল থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।