১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ডেমরায় ১১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
২০, ডিসেম্বর, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর ডেমরা থেকে ১১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ জুনাইদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার রামরাইল পশ্চিম পাড়ায়।

গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার(১৯ ডিসেম্বর ২০২২) বিকাল ৪.৫৫টায় ডেমরা থানাধীন আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় জুনাইদের হেফাজত থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃত জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে নিয়ে আসতো। এরপর সে তার সহযোগিদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।

ডেমরা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত জুনাইদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।