চীফ রিপোর্টারঃ- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২০ ডিসেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়েছে।
বদলি কর্মকর্তাদের মধ্যে- মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামালকে ডিবি লালবাগ জোনাল টিমে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ওয়ারী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বিপ্লব কুমার রায়কে ওয়ারী পেট্রোল, ওয়ারী পেট্রোল মো. গোলাম মোর্সেদকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) ও সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ওয়ারী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল