ময়মনসিংহ অফিসঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন,তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা স্বাধীন বাংলসদেশের পুলিশ, তোমরা অামার দেশের জনগণের পুলিশ। আমার আজ মনে হচ্ছে আমাদের পুলিশ জাতির পিতার সেই প্রত্যাশিত যায়গায় পৌছুতে পেড়েছে। এসপিরস সকলের পছন্দের হয়না তবে ময়মনসিংহে এসে দেখলাম এখানকার এসপি কতটা জনপ্রিয় কথাগুলো বলেছেন দেশের সবচাইতে জনপ্রিয় সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার ময়মনসিংহে জেলা পুলিশের আয়োজনে আন্তঃজেলা পুলিশ সুপার বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল। একইসাথে জেলা পুলিশের নবনির্মিত চেতনায় অম্লান ও অনলাইন জিডি এ্যাপসও তিনি উদ্বোধন করেন। স।স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি পুলিশিং র্যালীত্তোর মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অারো বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে চলছে। আজ ময়মনসিংহ জেলা পুলিশের অনলাইন জিডি উদ্বোধন করা হলো। আপনারা ঘরে বলেই অনলাইনে জিডি করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল বলেন;দেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশ বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সন্ত্রাস-মাদক -জঙ্গিবাদমুক্ত জাতির পিতার অাজন্মলালিত স্বপ্ন সোনার বাংলা রেখে যেতে চাই।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার( সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) শাহ্ আবিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,হাফেজ রুহুল আমিন মাদানী এমপি,এড.মোসলেম উদ্দিন এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত মহিলা আসনের মনিরা সুলতানা মনি এমপি,ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. জহিরুল হক খোকা, নাগরিক আন্দোলন সভাপতি এড. আনিসুর রহমান খান,দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,প্রখ্যাত যাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি অধ্যক্ষ আমীর আহম্মদ চৌধুরী রতন প্রমুখ।
ইতিপূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে হাজারো জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনস্রোত মিলিত হয় পুলিশ লাইন্স মাঠে। সরকারের সবচাইতে জনপ্রিয় ও সফল মন্ত্রী আসাদুজ্জান খান কামালকে স্বাগত জানাতে জনতার ঢল নামে অনুষ্ঠানস্থলে।বিশেষত মেয়র ইকরামুল হক টিটুর পক্ষ থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানারসহ মুহুর্মুহ শ্লোগানে অনুষ্ঠানে যোগ দেন।