চীফ রিপোর্টারঃ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) নেতৃত্ব আছেন বলেই আমরা ভালো আছি। দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। শেখের বেটি দেখিয়ে দিয়েছে ইয়েস উই ক্যান।’
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের ফলক উন্মোচনের পর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সুধী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।
দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, নেত্রী আপনি দেশকে কত ভালোবাসেন। দেশের উন্নয়ন অর্জনকে ভালোবাসেন। আপনার নেতৃত্বে একদিনে শত সেতু ও রাস্তা উদ্বোধন হয়েছে দেশে। যে রেকর্ড কোথাও নেই।
মন্ত্রী বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছেন স্বাধীনতার সুবর্ণ ফসল।
তিনি আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হিরন্ময় পালক। তাই আজ দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান, বাংলাদেশের ঢাকায় মেট্রোরেল দৃশ্যমান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এই দিয়াবাড়িতে ২০১৪ সালের জুনের ১১ তারিখ অসংখ্য মানুষ জড়ো হয়েছিল মেট্রোরেলের ডিপো স্থাপন অনুষ্ঠানে। সেদিন প্রচণ্ড ঝড় ছিল, সঙ্গে প্রবল বর্ষণ, মঞ্চ ভেঙে গেল, প্যান্ডেল উড়ে গেল।
তিনি বলেন, সে কঠিন সময়ে, আশপাশে এত স্থাপনা, আমাদের দাঁড়ানোর মতো জায়গা ছিল না। সেই অবস্থায় কাকভেজা হয়ে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আজ সেই মেট্রোরেল কোনো স্বপ্ন নয়, সেই মেট্রোরেল আজ দৃশ্যমান বাস্তবতা।