৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি, গণমাধ্যম জাতীয় প্রেসক্লাবে পেঁয়াজ নিয়ে মারামারি!
১৪, নভেম্বর, ২০১৯, ৬:৫৫ অপরাহ্ণ -

অনলাইন ডেস্ক – দেশে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০০ টাকা। কোথাও তা আরো বেশি। নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে এখন তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ভরসা রাষ্ট্রীয় বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর খোলা ট্রাক।

রাজধানীর বেশ কিছু স্থানে বৃহস্পতিবার খোলা ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। এই পেঁয়াজ কিনতে লম্বা লাইনও চোখে পড়ে। পর্যাপ্ত মজুদ না থাকায় লাইনের শেষের দিকে থাকলে পেঁয়াজ না কিনেই ফিরতে হতে পারে। তাই ক্রেতাদের মধ্যে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা।

তবে জাতীয় প্রেসক্লাবে পেঁয়াজের দামের চাপ সইতে না পেরে ক্রেতাদের দেখা গেছে মারামারি করতে। লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজন নারী ও পুরুষকে হাতাহাতি করতে দেখা যায়। একটি লাঠিও চোখে পড়ে এ সময়।

একজন নারীর ওপর চড়াও হতে দেখা যায় এক পুরুষকে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে কয়েকজন ক্রেতা বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

পেঁয়াজের দাম যে অস্থির করে তুলেছে ক্রেতাদের- এ যেন তারই চিত্র।