তথ্য প্রতিদিন – জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন রমেশ চন্দ্র সেন, এ কে এম শাজাহান কামাল, ইউসুফ আব্দুল্লাহ হারুন, কাজী ফিরোজ রশিদ ও সালমা চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন।
পরে নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তার দেওয়া ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
পরে রাষ্ট্রপতি সংসদ কক্ষ ত্যাগ করার সময় বিউগলে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ উপস্থিত সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে স্পিকার আগামী ২৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংসদ মূলতবি ঘোষণা করেন।
সুত্র, mp news