স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের মুক্তিযোদ্ধা পল্লীকে মশার প্রাদুর্ভাব মুক্ত করণের দাবিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিএনপির তরুণ রাজনৈতিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল বুধবার বিকালে নগরীর সিকে ঘোষ রোডস্থ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে।
অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নিরুপমা ভৌমিক। ধারণাপত্র পাঠ করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদা সাহাব জিতু। লিখিত বক্তব্য পাঠ করেন সুমন ঘোষ ও স্বাগত বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার জামাল আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিএনপি মনোণিত রাজনৈতিক ফেলো দক্ষিণ জেলা ছাত্রদলের ২ নং সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার বলেন, মুক্তিযোদ্ধাপল্লী কখন কিভাবে গড়ে উঠেছে তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবহিত নয়। এ পল্লীর সার্বিক উন্নয়নে আরও নজর দেয়া হবে।
এ সময় মুক্তিযোদ্ধাপল্লীর উন্নত পরিবেশ, রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মশকমুক্ত করণ সম্পর্কে বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক একে, এম, ফখরুল আলম বাপ্পী চৌধুরী, সাংবাদিক একেএম আব্দুল আজিজ, সাংবাদিক স্বাধীন চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর আওয়ামী লীগের রফিকুল ইসলাম রতন, মাহজাবিন জেবিন রাজনৈতিক ফেলো বিএনপি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরজাহান বেগম, সুধাংশু কুমার, মুক্তিযোদ্ধা পল্লীর বজলুর রহমান কাজল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জনগণের স্বার্থের বিষয়ে সকল রাজনৈতিক মহল এক হলে সকল সমস্যা সমাধান সম্ভব।
উল্লেখ্য যে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ব্রীজ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধাপল্লী এলাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়, হাজী কাশেম আলী কলেজ, কেবি কলেজ, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, কেওয়াটখালী বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস অত্র এলাকায় অবস্থিত। প্রায় ২০০ পরিবার এই পল্লীতে স্থায়ীভাবে বসবাস করে এবং অত্র অঞ্চল ঘিরে প্রায় ২০ (বিশহাজার) জনগণ অত্র অঞ্চলে বসবাস করে এবং এই রাস্তাটি ঢাকা বাইপাস সহ বিভিন্ন অঞ্চলে যাত্রা পথের মিলনস্থল হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের অবাধ যাতায়াত ও যাতয়াতের প্রধান রাস্তা হওয়ায় বিপুল সংখ্যক যানবাহন প্রতিনিয়ত চলাচল করে। ব্রীজ মোড় হতে কৃষি বিশ^বিদ্যালয় পর্যন্ত ব্যস্ততম এলাকা এখানে সবাই যে যার কাজ নিয়েই বেশি ব্যাস্ত থাকায় আমরা দেখতে পাই এত্র পল্লীর আশে-পাশে বেশিরভাগ জায়গায় বর্জ্য ফেলা হয়, এতে এখানে ডেঙ্গু মশার প্রজজন হতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া নদ তীরবর্তী এলাকা হওয়ার সুবাধে এখানে ডেঙ্গু মশা বৃদ্ধি পাওয়ায় এখানে নিয়মিত মশা নিধন স্প্রে করা একান্ত জরুরী।
রাজনৈতিক ফেলোরা বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অত্র এলাকায় সঠিকভাবে মশা নিধন ঔষুধ ছিটানোর ব্যবস্থাপনার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে।
আলোচনায় বক্তারা মশা নিধনের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিএনপি মনোণিত রাজনৈতিক ফেলো দক্ষিণ জেলা ছাত্রদলের ২ নং সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল