বিনোদন তথ্যপ্রতিদিন
বিয়ের এক বছর পূর্ণ করতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত বছর ১৪ নভেম্বরে শুভ পরিণয়ে আবব্ধ হয়েছিলেন এই দম্পতি।
ভালো কেটেছে তাদের সংসার। তাই জীবনের এই বিশেষ দিনটিকে বিশেষভাবেই পালন করতে চান এই সুখী দম্পতি।
বুধবারই মুম্বাইয়ে প্রথমে তারা যাবেন তিরুপতি দর্শন করতে। সেখান থেকে তারা যাবেন অন্ধ্রপ্রদেশের পদ্মাবতী মন্দিরে। দক্ষিণ ভারত থেকে পাড়ি দেবেন উত্তর ভারতের পথে। অমৃতসরের স্বর্ণমন্দিরেও যাবেন দম্পতি।
১৫ নভেম্বর স্বর্ণমন্দির দশর্নের সময় তাদের সঙ্গে পরিবারের লোকেরাও থাকবেন। আশা করা যাচ্ছে, ১৫ তারিখেই রণবীর ও দীপিকা ফিরে যাবেন মুম্বাইতে।
গত বছর ১৪ নভেম্বর দক্ষিণ ভারতীয় রীতি মেনেই, ঐতিহ্য মাফিক বিবাহবন্ধনে আবব্ধ হয়েছিলেন বলিজগতের অন্যতম তারকা দীপিকা ও রণবীর। ১৫ নভেম্বর তারা উত্তর ভারতীয় রীতি মেনেও বিবাহ করেন। সূত্র: এনডিটিভি