১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র পেরন
১৮, জানুয়ারি, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১১টি অভিযোগের বিষয়ে (০৭ টি অভিযান ও ০৪ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. বিভিন্ন দপ্তরে যে সকল দপ্তরে দুদক অভিযান চালিয়ে

স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে দক্ষিণ শাহজাহানপুর,ঢাকা এলাকায় একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম তিতাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট ভবনে অবৈধ সংযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা উক্ত গ্রাহকের বিরুদ্ধে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিতাস গ্যাস কতৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কুড়িগ্রামের পরিচালকের বিরুদ্ধে আউটসোর্সিং কর্মচারীদের প্রতি মাসের পরিবর্তে তিন মাস পর পর বেতন প্রদান এবং নির্ধারিত বেতন হতে ৬০০০ থেকে ৮০০০ টাকা কম প্রদান করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে একটি টিম অভিযান পরিচালনা করে। টিম অভিযান পরিচালনাকালে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রাপ্তদের তাদের নির্ধারিত বেতন গ্রহণের পূর্বে বিভিন্ন অংকের টাকা প্রদান করতে হয় মর্মে প্রাথমিক সত্যতা পায়। এছাড়াও টিম হাসপাতালের রান্নাঘর পরিদর্শন ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক নিম্নমানের খাবার পরিবেশন এর তথ্য পায়। অভিযানকালে উক্ত অভিযোগ সংক্রান্ত বিভিন্ন রেকর্ড পত্র সংগ্রহ করা হয়েছে।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় বলদাখাল সংলগ্ন মোশাররফ হোসেন কলেজ থেকে মতলব পর্যন্ত কুমিল্লা অংশের ১০ কি.মি. রাস্তা নির্মানে অনিয়ম ও চুক্তি অনুযায়ী নির্মান সামগ্রী ব্যবহার না করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুমিল্লা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। টিম সড়ক বিভাগের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের উপস্থিতিতে উক্ত রাস্তার চলমান নির্মানকাজ পরিদর্শন করে। এসময়ে টিম প্রকল্পের চুক্তি অনুযায়ী উপকরণ ব্যবহার করা হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করে এবং অভিযোগকারী, স্থানীয় লোকজন এবং নির্মানশ্রমিকদের সাথে এবিষয়ে কথা বলে। ইতোমধ্যে সর্বমোট কাজের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তন্মধ্যে মোশাররফ হোসেন কলেজ সংলগ্ন ৭৫০ মিটার ঢালাইকাজ এবং রাস্তার বাকি অংশে সাববেইজ স্তরের কাজ সম্পন্ন হয়েছে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন, জামালপুর এর স্টেশন মাস্টারের বিরুদ্ধে ট্রেনের টিকিট বিক্রয়ের নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, জামালপুরের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।অভিযানকালে উক্ত টিম স্টেশন মাস্টারের কক্ষ থেকে কেটে রাখা অগ্রিম ১১ টি টিকিট উদ্ধার করে যা বিভিন্ন দলীয় নেতা ও সরকারী কর্মচারীর চাহিদার প্রেক্ষিতে কেটে রাখা হয়েছে মর্মে টিম এর কাছে প্রতীয়মান হয়। স্টেশনের যাত্রীদের সাথে কথা বললে তারা ২-১ জন টিকিট কালোবাজারির নাম বলেন।তাদের মধ্যে একজনকে পাওয়া গেলেও তার নিকট কোনো টিকিট পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের গেট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ না করেই অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুদক,সজেকা, পিরোজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয় এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সরবরাহের জন্য উপজেলা প্রকৌশলী,নলছিটি,ঝালকাঠি কে অনুরোধ করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক,সজেকা,ময়মনসিংহ হতে একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রাহকের তথ্য সঠিক থাকার পরও ৩,০০০/- সরকারি ফি এর অতিরিক্ত ঘুষ দাবি বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান এ অভিযোগ সত্য নয়। অভিযানকালে ০৪ জন দালালদের গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলজিইডি অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজশে সেতু নির্মাণ না করেই অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, পটুয়াখালী থেকে একটি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টিম অভিযোগসংশ্লিষ্ট উত্তর ঝাড়াখালী গ্রামের লোহার সেতুটি সরেজমিন পরিদর্শন করে। প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কোন কাজ আরম্ভ না করেই সমুদয় অর্থ উক্ত অর্থবছরে উত্তোলন করে নেয়। সম্প্রতি পত্রিকায় এ বিষয়টির উপর সংবাদ প্রকাশ পেলে কাজটি আরম্ভ করা হয়। পরিদর্শনকালে দেখা যায় অল্প কিছুদিন পূর্বে আয়রন ব্রীজটির মূল কাঠামো নির্মান করা হয়েছে কিন্তু স্লিপার বসানোর কাজটি এখনো শুরু হয়নি।উক্ত বিষয়ে তালতলী উপজেলা, বরগুনার এলজিইডির সার্ভেয়ার, উপজেলা প্রকোশলী ও ঠিকাদাদের বক্তব্য গ্রহণ করা হয় এবং প্রকল্পসংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।