শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে নিজবাড়িতে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
এর আগে বীরমুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ।
বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামে। বুধবার ভোরে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল