আসাদুজ্জামান রিপন (যশোর): যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, গাতিপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০), ভবেরবেড় গ্রামের রাজু আহমেদ এর ছেলে মোঃ মানিক, গাতিপাড়া গ্রামের খুসতাত আলীর ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে মোঃ শহিদুল্লাহ (২৪), ভবেরবেড় গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে মোঃ সুমন (২২) ও মোঃ আবুল বাশার (৪৫), রুস্তম হোসেনের ছেলে মোঃ জুলু, পুটখালী গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫), গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ আশরাফুল এবং বড় আঁচড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ সফি (৩৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১০আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল