১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে যা বললেন অপু বিশ্বাস
১৪, নভেম্বর, ২০১৯, ১১:১৪ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস। নিজের ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার অপু বিশ্বাস কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে।
কয়েক দিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
অপু বিশ্বাস জানিয়েছেন, কৌতুক অভিনেতা হিসেবে এবার শ্রেষ্ঠ চরিত্রে পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম ও ফজলুর রহমান ভাই।
কিন্তু তারা কেউ কৌতুক অভিনেতা নন। এই ক্যাটাগরিতে পুরস্কার দেয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। আর মোশাররফ করিম ভাই এ পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা তুলে অপু বলেন, ‘দেবদাস’ চলচ্চিত্রে আমি ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করেছি। ‘পার্বতী’ ছিল প্রধান চরিত্র। তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল চন্দ্রমুখী। তাকে প্রধান অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়। তখনই মনটা ভেঙে যায়। আমার বিশ্বাস ছিল, সেদিন চাষী আংকেল বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন। এই অভিনেত্রী আরও বলেন, অভিনয় করছি দর্শকদের জন্য। আমার পুরস্কার হলো দর্শক।