১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধণা ।
২১, জানুয়ারি, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের ১.২.৩.৪.৫.৬.৭. নং ওয়ার্ড শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর ও জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কে সংবর্ধণা দেওয়া হয়েছে।

 

শনিবার ২১ জানুয়ারী বিকালে নগরীর আনন্দ মোহন কলেজ মাঠে এই সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।

ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সংবর্ধিত জেলা আওয়ামীলীগের সভাপতি মো: এহতেশামুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র মো: ইকরামুল হক টিটু, সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্তকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা পিপি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনতাজ উদ্দিন মন্তা, গোলাম ফেরদৌস জিল্লু, অধ্যাপক দিলরুবা শারমিন, আনোয়ারা খাতুন সহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা, মহানগর, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্হিত ছিলেন।