১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র কর্মসংস্থান ও এলাকার আধুনিকায়নে অপরিসীম অবদান রাখবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী।।
২২, জানুয়ারি, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ঘিরে নানারকম শিল্পকারখানা তৈরি হচ্ছে। বর্তমানে এই প্রকল্পে ১২০০ জন বিদেশিসহ প্রায় ১১ হাজার লোক কাজ করছে। স্থানীয় অধিবাসীদের প্রশিক্ষণের জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে অত্র এলাকার অর্থনৈতিক চিত্র এবং জীবনমান পাল্টে যাবে। সেইসাথে এই বিদ্যুৎকেন্দ্র আধুনিক বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার পথে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

১৯ জানুয়ারি মাতারবাড়ি (৬০০×২) ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ইতোমধ্যে প্রায় ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এখান থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলা করেও এখানকার প্রকৌশলী ও কর্মীবৃন্দ নিরলস কাজ করেছেন। বর্তমানে সার্বিকভাবে কাজের অগ্রগতি সন্তোষজনক। সেইসাথে সঞ্চালন লাইনের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে প্রাথমিক জ্বালানি পরিবহণের জন্য তৈরি করা হচ্ছে নিজস্ব জেটি।

পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ।