চীফ রিপোর্টারঃ- সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে হয়রানির অভিযোগে এক ডাক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম ডাঃ জোবায়ের আহমেদ (৩৮)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) বিকাল ৪:৩০টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।
ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত জোবায়ের একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তার কাছ থেকে বিভিন্ন কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও নিয়ে তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে ওই নারী জোবায়েরের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেন। এতে জোবায়ের তার কাছে থাকা অশ্লীল ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।
সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে আরো বলেন, মামলাটি তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল