১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক জাপানে জাহাজ ডুবে নিখোঁজ ১৮।।
২৫, জানুয়ারি, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক তথ্য প্রতিদিন :জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঠ বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনায় ১৮ ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন এবং ৪ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরা।কোরিয়া কোস্টগার্ডের দেওয়া তথ্য অনূসারে, উপকূলরক্ষীরা দক্ষিণ কোরিয়া এবং জাপানের জলসীমায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে। জাপানি কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, গতকালবুধবার নাগাসাকি উপকূলে ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনটিয়ান’ ডুবে যাওয়ার পরে চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সবাই চীনের নাগরিক। জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, হংকংয়ের নিবন্ধিত জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য চীনা এবং আটজন মিয়ানমারের। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানায়, জাহাজের ক্যাপ্টেন শেষবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের উপকূলরক্ষীর সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে গতকালবুধবার স্থানীয় সময় ২টা ৪১ মিনিটে যোগাযোগ করেন। সে সময় অবস্থা বেগতিক দেখে ক্রু সদস্যরা জাহাজটি ছেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। সংস্থাটি ক্রু সদস্যের বরাত দিয়ে আরো জানিয়েছে, জাহাজটি কাত হয়ে ভেসে গেছে। ইয়ানহাপ বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। ক্রুরা তিনটি লাইফ র্যাফট এবং দুটি লাইফবোটে কাউকে খুঁজে পায়নি। কাঠ বহনকারী জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে তুষারপাতের পর তাপমাত্রার কিছুটা বৃদ্ধি পেলে ঘটনাটি ঘটে।