১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিকের ৩০ কিলোমিটার রাস্তায় সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র
২৮, জানুয়ারি, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

আজ সন্ধ্যায় নগরীর ৪, ২৮ ও ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ উদ্বোধন করেন মেয়র। এ সময় ময়মনসিংহ জিলা স্কুল মোড় থেকে গোয়াইলকান্দী হাইস্কুল হয়ে বিশ্বরোড, গন্ড্রপা রোড, বাদেকল্পা রোড, নাসিমা নার্সিং থেকে মার্কাস মসজিদ এবং এ ওয়ার্ডসমূহের অভ্যন্তরীণ সড়কসমূহে পোলসহ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনের ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় সিটির ১৮৯ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হচ্ছে, যার ১৭৬ কিলোমিটার সড়কে ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনকালে প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান দুলাল, ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ও মো: কাইসার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, শাম্মী আক্তার মিতু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।