২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা কানাইঘাটে নিরাপদ চিকিৎসা চাই’র আলোচনা সভা অনুষ্ঠিত।
১৫, নভেম্বর, ২০১৯, ৭:৪৫ অপরাহ্ণ -

এম এ রহমান জীবনকানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাট উপজেলায় “নিরাপদ চিকিৎসা চাই” কানাইঘাট উপজেলা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ১৪ নভেম্বর কানাইঘাটের পাবলিক হাই স্কুলের অডিটোরিয়াম হলে সকাল ১১ টায় “নিরাপদ চিকিৎসা চাই” কানাইঘাট উপজেলা কমিটির সভাপতি মুসলীম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও কানাইঘাট পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক মিঠুন চৌধুরীর পরিচালনায় এ সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ রহমান জীবন, কানাইঘাট পাবলিক হাই স্কুল এর সহকারী শিক্ষক মোছাঃ হাসিনা বেগম, বিপ্লব কুমার দাস, মোছাঃ জেবিন বেগম, আসমা বেগম, মার্জিয়া বেগম, কানাইঘাট আলহেরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শিহাব উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করা হচ্ছে, সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাই নিরাপদ চিকিৎসা চাই সংগঠনটি মানুষের চিকিৎসা অধিকার ফিরিয়ে দিতে সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং দেশের যেকোনো জায়গায় মানুষ চিকিৎসাসেবা থেকে হয়রানির শিকার হলে তাৎক্ষণিক আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে। তাই এই সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে এই উপজেলার সকল সচেতন নাগরিকদের উক্ত সংঘঠনের দিকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।