চীফ রিপোর্টার:- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে
আনুমানিক ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সজীব শেখ (২২), ২। মোঃ লোকমান শিকদার (৩৭), ৩। মোঃ সাগর (১৮) ও ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ-২৮,৫৫০/- (আটাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল