সেলি মিয়াঃ
শহরের বিভিন্ন বাসবাড়িতে দিনের বেলা খালি বাসায় তালা ভেঙ্গে ঘরে ডুকে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অত্র থানাধীন টান কাতলাসেন এলাকা থেকে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহম্মেদের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারতৃতরা হলো রাজিব, রাসেলসহ অপর একজন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সহ একটি সংবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ বিভাগীয় শহর ও আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে দিনের বেলা বাসা খালি থাকার সুযোগ পেয়ে তালা ভেঙ্গে ঘরে ডুকে চুরি করে আসছ্। এই পেশাদার চোরচক্র পুলিশী জিজ্ঞাসাবাদে জানায় তারা মাদকের টাকা সংগ্রহ করতেই মূলত চুরি করে আসছে। তাদের দিনে কমপক্ষে হাজার টাকার হিরোইন অথবা ইয়াবা লাগে। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে তাদের অন্য সহযোগীদের নাম প্রকাশ করে বলেও পুলিশ পরিদর্শক খন্দকার শাকের আহমেদ জানায়। তিনি বলেন, দুঃসাহসিক এই চোর চক্রের সকল সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের তথ্য মতে, বিভিন্ন বাসাবাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।