চীফ রিপোর্টার: – মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মেদ। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে ডিবি কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গত মাসে তুরাগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তুরাগ থানায় মামলা রুজু হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, মোটরসাইকেল চোর নারায়ণগঞ্জ জেলায় অবস্থান করছে। এরপর গোয়েন্দা পুলিশ চোরের অবস্থান সনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, গ্রেফতার খালেক গত ১৫ বছরে এক হাজার মোটরসাইকেল ঢাকা থেকে চুরি করেছে। চোরাই মোটরসাইকেলগুলো চাঁদপুর, নোয়াখালী ও মুন্সিগঞ্জ জেলায় নিয়ে বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি থানার পূর্ব বাজারের একটি গ্যারেজ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণীঃ
১। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন. – MD625BF49G1A 01521, ইঞ্জিন ন.- অস্পষ্ট (কালো রঙের টিভিএস)
২। ঢাকা মেট্রো ল-২১-৫৫৫২, চ্যাসিস ন. – MD2A110Z0CCD43649, ইঞ্জিন ন.-DHZ0CC40804 (লাল-কালো রঙের পালসার)
৩। ঢাকা মেট্রো ল-১১-৩৭৬৫৯, চ্যাসিস ন.-MD2A92CY5JCM83227, ইঞ্জিন ন.-JEYCJM19614 ( ছাই রঙের পালসার)
৪। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-PS637AE7XL6A18144, ইঞ্জিন ন.-AE7AK20N3936 (এপাচি আরটিআর)
৫। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-ME1RG421AH0025751, ইঞ্জিন ন.-J3H7E0030079 (কালো রঙের ইয়ামাহা FZ)
৬। ঢাকা মেট্রো ল-১৯-০৭২১, চ্যাসিস ন.-ME145S076B2008418, ইঞ্জিন ন.-45S7008400 (লাল রঙের ইয়ামাহা FZ)
৭। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-TSUA15AY21TB08571, ইঞ্জিন ন.-JBZWKJ10188 (লাল রঙের ডিসকভার)
৮। কুমিল্লা ল-১১-৫৫০৩, চ্যাসিস ন.-MD624HC13D2H30023, ইঞ্জিন ন.-C1L3076754 (লাল-কালো রঙের এপাচি আরটিআর)
৯। ঢাকা মেট্রো ল-১৯-৩৩৬৬, চ্যাসিস ন.-MD2DHDHZZU0L62035, ইঞ্জিন ন.-DHJBUL28786 (লাল রঙের পালসার)
১০। ঢাকা মেট্রো ল-১৯-৭০৬৪, চ্যাসিস ন.-ME145S079B201804, ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ইয়ামাহা ফেজার)
১১। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-MD2A14AZ6DWB89081, ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ডিসকভার)
১২। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ও ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ইয়ামাহা FZ)
সুত্র, DMP news