চীফ রিপোর্টারঃ
নিজের সঞ্চিত মুক্তিযোদ্ধা ভাতা থেকে দরিদ্র ২০ জন মুক্তিযোদ্ধাকে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (১৫ নভেম্বর) ধানমন্ডির সরকারি বাসভবনে তিনি এই অর্থ মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তখন থেকেই তিনি তার প্রাপ্ত ভাতা সঞ্চয় করে নির্দিষ্ট সময় পর পর তা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করে আসছেন।
ভাতা বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা আছে সেটি বাস্তবায়িত হলে দরিদ্র মুক্তিযোদ্ধাদের দারিদ্র্যতা কিছুটা হলেও লাঘব হবে। এ লক্ষ্যে আমি সকল সামর্থ্যবান মুক্তযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের সব সময় পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা উচিত। বাংলাদেশে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন আরও সহায়তার হাত বাড়ান সেটাই আমাদের সকলের কাম্য।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশ নেন।
Tbt