চীফ রিপোর্টার:
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ময়মনসিংহ ত্রিশাল কর্তৃক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দুটি পাওয়ার ট্রাস্টফরমার স্হাপন এর উদ্যোগ নেওয়া হয়।
ইতিমধ্যে একটি পাওয়ার ট্রাস্টফরমার স্হাপন করেছে পিডিবি ত্রিশাল।
আরেকটি দূততম সময়ে স্হাপন করা হবে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোঃ রুবেল আহমেদ।
পাওয়ার ট্রাস্টফরমার এর ফলে উপজেলার পিডিবির গ্রাহকগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে।
এতে কৃষক গণ উপকার পাবে।
খোঁজ নিয়ে জানা যায় বেড়েছে গ্রাহক সেবার মান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল