১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, শিক্ষা, সারা বাংলা ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।।
১১, ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

১১ ফেব্রুয়ারি ২০২৩,শনিবার সকাল ১১ঘটিকায় ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাঙ্গণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রায়হানুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। প্রধান অতিথি কর্তৃক পতাকা উওোলন, জাতীয় পতকার প্রতি সম্মান প্রদর্শন ,প্রধান শিক্ষক কর্তৃক শুভেচ্ছা বক্তব্য প্রদান ও প্রধান অতিথি কর্তৃক শুভ উদ্বোধন ঘোষণা, খেলোয়ারদের শপথ গ্রহণ, মশালসহ ক্রীড়াক্ষেত্র পরিক্রমন,ডিসপ্লে প্রদর্শন।
প্রধান বিচারক ছিলেন আরআই (পুলিশ) আমজাদ হোসেন। শিক্ষাথীদের জন্য যেমন খুশি তেমন সাজ,বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষাথী ছাত্রদের জন্য শ্লথ সাইকেল রেস, স্মৃতি শক্তি পরিক্ষা, দ্রুত হেঁটে ভাগ্য পরীক্ষা, মিউজিক্যাল পিলো,বাস্কেটে বল নিক্ষেপ করা সহ বহুবিধ ইভেন্ট অনুষ্ঠিত হয়।