১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ, লীড নিউজ, সারা বাংলা ময়মনসিংহের এনায়েতপুরী লালকুঠি দরবার শরীফে মোজাদ্দেদীয়া তরিকত মিশনের আখেরী মোনাজাত অনুষ্ঠিত।।
১৩, ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

নিজস্ব সংবাদদাতা: তথ্য প্রতিদিন ডেক্স রিপোর্ট

হযরতুল আল্লামা শাহ সুফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন এনায়েতপুরী শম্ভুগঞ্জী নকশেবন্দী মুজাদ্দেদী চিশতী আল কাদরী রাহমাতুল্লাহি আলাইহি সাহেবদ্বয়ের ওরছে শাইখাইন লালকুঠি দরবার শরীফে ইনশাল্লাহুল আজিজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ওরস মোবারকের ১০ই ফেব্রুয়ারী,বাদ জুমা মুজাদ্দেদেয়ীয়া তরিকতের জান্ডা মোবারক উত্তোলন করা হয়। ১০ ও ১১ই ফেব্রুয়ারি মাসের ২৯ মাঘ ১৪২৯ বাংলা, ওয়াজ -মিলাদ মাহফিল ও হালকা জিকিরের মধ্যে দিয়ে লাখো আশেক জাকেরানদের সমাগমে ১২ ফেব্রুয়ারী রোজ-রবিবারে সকাল ১০ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনায়েতপুরী শম্ভুগঞ্জী লালকুঠি দরবার শরীফে বাদ জুমা নামাযের পর মোজাদ্দেদীয়া তরিকত মিশনের জান্ডা মোবারক উত্তোলন করেন লালকুঠি পাক দরবার শরীফের আশেকে রাসুল (সা:) নৈকট্যধন্য আলোক প্রাপ্ত সাজ্জাদায়ে খাজেগান পীরজাদা শাহ সুফি খাজা মুহাম্মাদ সুজা উদদৌলা নকশবন্দী মুজাদ্দেদী গদিনশীন পীর কেবলা হুজুর ও আশেকে রাসুল (সা:) পীরজাদা আল্লামা শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক (অলি) হুজুর নকশবন্দী মুজাদ্দেদী এবং শম্ভুগঞ্জী হুজুর পাকের দৌহিত ইঞ্জিনিয়ার কে.এম.সামসুদ্দোহা জুনায়েদ অাল মুজ্জাদ্দেদী।

আখেরী মোনাজাতে লক্ষ মানুষের চোখের জলে শেষ হয় লালকুঠির চাঁদের মেলা।
আখেরি মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।