৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা কানাইঘাটে হযরত শাহ্ মিরাপীং (রঃ)’র মাজার পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
১৬, নভেম্বর, ২০১৯, ৩:১০ অপরাহ্ণ -

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে ৩৬০ অলী আউলিয়ার মধ্যে অন্যতম অলী হযরত শাহ্জালাল (রহঃ)’র সফরসঙ্গী হযরত শাহ্ মিরাপীং (রহঃ)’র মাজার পরিচালনা কমিটির আহবানে গত ১৫ নভেম্বর শুক্রবার বাদ এশা কান্দলা নয়াবাজারে এক জরুরি আলোচনা সভা, মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহমান জীবন এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাগুলের অহংকার আগামীর ৬ নং ওয়ার্ড এর কান্ডারী আওয়ামীলীগ নেতা এম ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কয়েছু রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ জমশেদ আলম, উক্ত মাজার শরীফের রক্ষণাবেক্ষণকারী ফকির মোহাম্মদ আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক মোঃ নুর আহমদ,ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতা শাহেদ আহমদ, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নিজাম উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন চিরাচরিত নিয়ম অনুযায়ী আসছে ২০২০,র জানুয়ারী মাসে উল্লেখিত দরবার শরীফের ৫৫ তম পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই প্রতি বছরের ন্যায় দলমত নির্বিশেষে এই দরবার শরীফের পবিত্র উরস মোবারক পালনের লক্ষে সকল আশেকানে আউলিয়াদের প্রতি আহ্বান জানান হযরত শাহ্ মিরাপীং (রহঃ)’র সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ।