চীফ রিপোর্টার: - জাতীয় রাজস্ব বোর্ডের অধিনে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট এর অধিনে গুলশান, গাজীপুর, টঙ্গী সহ বিভিন্ন বিভাগে স্হাপন করা হয়েছে দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু কর্নার।
গুলশান ও গাজীপুর কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট অফিসে গিয়ে দেখা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে জীবন সহ বিভিন্ন ধরনের বই শোভা পাচ্ছে বঙ্গবন্ধু কর্নারে।
সেবাপ্রার্থীদের বই পড়ার জন্য রাখা হয়েছে চেয়ার।
অপরদিকে ঢাকা দক্ষিণ কমিশনারেট এর বিভিন্ন বিভাগে স্হাপন করা হয়েছে দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু কর্নার।
এনবিআর সুত্রে জানা যায় সারা দেশে এনবিআর এর দপ্তরে স্হাপন করা হয়েছে দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু কর্নার।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল