১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১১
৪, মার্চ, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল :

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১জনকে
গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দক্ষিণ চর কালীবাড়ী থেকে চুরি মামলার আসামী জনি ও সুলতান, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম ছোট বাজার এলাকা থেকে প্রতারনা মামলার আসামী মোঃ সবুজ মিয়া, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেল কলোনীর গোদারাঘাট সংলগ্ন ক্লাব ঘরের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ সোহেল ভূইয়াকে ৫ গ্রাম হেরোইনহ, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ নিউ দেশ বন্ধু হ্যাচারীর সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলাল হোসেনকে ২৫ লিটার চোলাই মদ সহ, এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম চর ফুলিয়ামারী ব্রহ্মপুত্র ফিসারী সংলগ্ন শায়েখ সিরাজ পাকা রাস্তার মাথা থেকে মাদক মামলার আসামী মোঃ ইমরান হোসেনকে কেজি গাঁজাসহ, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাফিজুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান, আল মামুন, এএসআই হযরত আলী পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নয়ন, আরিফ ও জিন্নত আলী। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।