স্টাফ রিপোর্টারঃ বিভাগীয় নগরী ময়মনসিংহের গ্রীণ পয়েন্ট কনভেশন সেন্টারে ০৬-০৩-২০২৩ সোমবার,
বিকাল ৩ ঘটিকায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নারীর জয়ে সবার জয়ে নেটওয়ার্ক ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সার্বিক সহযোগিতায় " আন্তর্জাতিক নারী দিবস-২০২৩" পালিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রথম পর্বে " এডভান্সিং ওমেন লিডারশীপ ইন ইলেকশন " শীর্ষক আলোচনায় " টেকসই আগামীর জন্যে জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য " বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়।
জাতীয় সংসদ নির্বাচনে নারী ক্যাম্পেইন ম্যানেজারের ভূমিকা, ক্যাম্পেইন ম্যানেজারের জন্য ফান্ড ম্যানেজমেন্ট, মূল দলের নারীদের অধিক হারে অন্তর্ভূক্তি, সাধারণ আসনে সরাসরি নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধি সহ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক গ্রুপ ডিসকাশন, প্যানেলিস্ট ও অতিথিদের সন্মুখে উপস্থাপন, আমন্ত্রিত অতিথি ও প্যানেলিস্টদের বক্তব্য এবং দ্বিতীয় পর্বে নারী দিবসের কেক কেটে সেলিব্রেশন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য ডিআই নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের সদস্য আওয়ামী লীগ মনোনীত ডিআই মাস্টার ট্রেইনার মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিআই সিনিয়র ফেলো অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কু্দ্দুছ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শুক্কুর মাহমুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও ডিআই সিনিয়র ফেলো ফরিদা ইয়াসমিন পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডিআই সিনিয়র ফেলো অধ্যাপক দিলরুবা সারমীন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ডিআই সিনিয়র ফেলো আনোয়ারা খাতুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ও ডিআই মাস্টার ট্রেইনার ওয়াহিদুজ্জামান আরজু সহ মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ, নারীর জয়ে সবার জয়ে নেটওয়ার্ক এর নেতৃবৃন্দ, ডিআই ফেলো,মাস্টার ট্রেইনার,আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নারী নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিআই ফেলো ও জাতীয়তাবাদী মহিলা দলের ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি ও ডিআই ফেলো জেলা যুব মহিলা লীগের সদস্য মাহমুদা সাহাব জিতু।
অনুষ্ঠান সমাপান্তে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল