চীফ রিপোর্টার:
–
রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। মঙ্গলবার (৭ মার্চ ২০২৩ খ্রি.) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পরবর্তীতে, ডিএমপি কমিশনার বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
পরিদর্শনকালে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার; যুগ্ম-পুলিশ কমিশনারগণ ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।