১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক এক দিনে বাখমুত যুদ্ধে ৫০০ রুশ সেনা নিহত : ইউক্রেনের দাবি।।
১৩, মার্চ, ২০২৩, ২:১১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক তথ্য প্রতিদিন : ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র বলেছেন, পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতের যুদ্ধ গত ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক রুশ সেনা নিহত বা আহত হয়েছে। রুশ বাহিনী কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত দখলের জন্য লড়াই করছে। উভয় পক্ষই বাখমুতে উল্লেখযোগ্য ক্ষতির কথা স্বীকার করেছে। তবে হতাহতের সঠিক পরিমাণ যাচাই করা কঠিন। এর আগে পূর্ব অঞ্চলের একজন সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, রাশিয়ানরা ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি হামলা চালিয়েছে এবং বাখমুতে ২৩টি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ২২১ জন শত্রু নিহত হয়েছে এবং ৩১৪ জন বিভিন্নভাবে আহত হয়েছেন। তবে চেরেভাটির মন্তব্য থেকে এটা জানা যায়নি, তিনি গত শুক্রবার বা গত ২৪ ঘণ্টায় নিহত বা হতাহতদের বিষয়ে কথা বলছেন কি না। সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেনের দাবিটি যাচাই করতে সক্ষম হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ড জেলেনস্কির একজন সহযোগী শুক্রবার বলেছেন, কিয়েভ বাখমুতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কারণ, এই যুদ্ধে রাশিয়ার সেরা ইউনিটগুলোকে তারা পিষে ফেলছে। মস্কো বলছে, বাখমুত যুদ্ধ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ছিদ্র করে দেবে এবং দনবাস শিল্প অঞ্চল দখলের দিকে এক ধাপ এগিয়ে যাব আমরা। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে এবং ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। সূত্র : আল অ্যারাবিয়া।