১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।।
১৩, মার্চ, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর:

ময়মনসিংহের গৌরীপুর মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ।

বীরমুক্তিযোদ্ধা আবু তাহের সভাপতিত্বে ও এইচএম খায়রুল বাসারের সঞ্চালনায়

প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম

আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, কলেজের প্রতিষ্ঠাতা দেওয়ান কামরুল হাসান খান কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, অধ্যক্ষ সাবিকুন নাহার প্রমুখ।