১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
১৩, মার্চ, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:- একযোগে দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীর জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলের জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরের জেলা প্রশাসক, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের জেলা প্রশাসক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরের জেলা প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস. এম. রফিকুল ইসলামকে ঝিনাইদহের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের জেলা প্রশাসক করা হয়েছে।