বিনোদন তথ্যপ্রতিদিন
প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন দীপিকা-রণবীর। ইতিমধ্যে তাদের বিয়ে বিবাহবার্ষিকী বহু ছবি সোশ্যাল মিডিয়ায়ে দেখা গেছে।
তবে এবার প্রকাশ্যে এসেছে তিরুপতি মন্দিরে দীপিকা-রণবীরের একটি ভিডিও। যেখানে এক ভক্তকে দীপিকা-রণবীরের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায়।
এক ভক্ত প্রথমে দীপিকাকে বলেন, আই লাভ ইউ ম্যাম। পরণেই ওই ভক্ত রণবীরের উদ্দেশ্যে বলেন, আই লাভ ইউ ভাইয়া।
আর এরপরেই দীপিকা মজা করে বলেন, তবে তুমি অবশ্যই আমাকেই বেশি ভালোবাসো। আর এরপরই দীপিকা ও রণবীর দুজনেই হেসে ফেলেন।
প্রসঙ্গত, বিবাহ-বার্ষিকীর দিন ‘দীপবীর’ এবং তাদের পরিবারের সদস্যরা তিরুপতির মন্দিরে পুজো দেন। এই দিন দীপিকার পরনে ছিল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। যেটি বিয়েতে তাকে শাশুড়ি মা উপহার দিয়েছিলেন।
বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করার জন্য ১৩ নভেম্বর মুম্বই ছাড়েন রণবীর-দীপিকা। তিরুপতি বালাজি মন্দির থেকে রণবীর দীপিকা এইদিনই যান অন্ধ্রপ্রদেশের পদ্মাবতী মন্দিরে। সূত্র: জি নিউজ