বিনোদন তথ্যপ্রতিদিন
অনুরূপ আইচের গান ‘ইয়া নবী’
দেশের নন্দিত গীতিকার অনুরূপ আইচের লেখা প্রথম গান গাইলেন এ প্রজন্মের সুপরিচিত গায়ক ও সংগীত পরিচালক রোহান রাজ। গানের শিরোনাম হচ্ছে ‘ইয়া নবী’। ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলে এই গান প্রকাশ পেয়েছে ই-মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ই নেটওয়ার্ক’ থেকে।
এ প্রসঙ্গে গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘ই মিউজিক ও নন্দিত নির্মাতা ইয়ামিন ইলানের পরিকল্পনায় ‘ইয়া নবী’ গানটি করতে পেরে ভালো লাগছে। আল্লাহর নবীজীকে ভালোবেসে এই গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এই গান শুনে সবাই নবীজীকে আরও বেশি ভালোবাসবেন।’
অন্যদিকে ‘ইয়া নবী’ গানের গায়ক, সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘এই প্রথম শ্রদ্ধেয় গীতিকার অনুরূপ আইচ ভাইয়ের লেখা ইসলামি গান গাইতে পেরেছি বলে সত্যি আনন্দিত আমি। স্পেশাল ধন্যবাদ জানাই ‘ই মিউজিক’ ও ইয়ামিন ইলান ভাইকে, এক্সেপশনাল এই উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলে গান প্রকাশের রেওয়াজ ছিল না। হয়ত আমাদের এই গান দিয়ে রেওয়াজ চালু হল। ভবিষ্যতে ঈদে মিলাদুন্নবীতে আরও গান প্রকাশ পাবে