৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা মেয়র ইকরামুল হক টিটু ও ডিসি মিজানুর রহমানের অভিনব কর্মসূচী।
১৬, নভেম্বর, ২০১৯, ৬:২১ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ সিটি করপোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান অদ্য প্রত্যুষে এক অভিনব কর্মসূচীর দ্বারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই ভাইরাল হয়েছে…
ঘড়ির কাটা -যখন সকাল ৮টা |


এই সকাল বেলা অনেকেই হয়তো বা শীতের মধ্যে কাথা বা লেপ নিয়ে যখন ঘুমিয়ে আছেন, তখন আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ভাই সকালে পার্কে ব্যায়াম করতে আসা সাধারণ জনগণকে নিয়ে আপনাদের/আমাদের ফেলে দেওয়া ময়লাগুলো পরিস্কার করছেন নিজ হাতে,পরিচ্ছন্ন নগরী গড়তে- আজ শনিবার সকাল ৮’টায়,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে-হিমু আড্ডা হতে সার্কিট হাউজ মোড় পর্যন্ত পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রমের উদ্বোধন করেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ভাই ও মানীয় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,
এসময়,বিডি ক্লিন,জনউদ্যোগ,প্রেরনা সহ আরোও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, এ কার্যক্রমে অংশ গ্রহন করেন | মোট কথা যে নগরের নগর পিতা ঘুম থেকে উঠে আপনাদের/আমাদের ফেলে দেওয়া ময়লাগুলো পরিস্কার পঙংরিচ্ছন্নতায় নেমে পড়েন ! আমরা বিশ্বাস করি সেই নগরের পরিবর্তন অবশ্যই আসবে ইনশাআল্লাহ্ |তাই আসুন আমরা সকলে মিলে মেয়র মহোদয়ের সাথে আমাদের নগর কে একটি সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি

(ছবি -রেড মিল্লাত)

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।