১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর ধান-পাট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি সভাপতি হারুন ও সম্পাদক বিপ্লব
১৬, মার্চ, ২০২৩, ২:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুর ধান-পাট ব্যবসায়ী সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক পদে বিপ্লব পাল ও কোষাধ্যক্ষ পদে মোঃ সাদিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
বুধবার রাতে পৌর শহরের উত্তরবাজারস্থ ধান-পাট ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতি এই কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে সভাপতি আরশাদ আলী বেপারী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হারুনের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আবুল কালাম। ওই অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক পদে বিপ্লব পাল ও কোষাধ্যক্ষ পদে মোঃ সাদিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল বলেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অধিবেশনে বক্তব্য রাখেন ধান পাট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আরশেদ আলী বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, আলী আকবর আনিছ, কমল বসাক, শামীম খান প্রমুখ।